শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৫ am
এম এম মামুন :
প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অনতিবিলম্বে অপসারণ এবং শিক্ষাক্ষেত্র সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীর নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
বক্তরা বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে আওয়ামী লীগের দোসরদের না হটালে অন্তবর্তীকালীন সরকারের সকল উদ্যোগ ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। তারা আরও বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দৃশ্যমান সফলতা দেখাতে পারেনি। কারণ এখনো পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন বিগত সরকারের দোসররা।
শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ায় কিশোর গ্যাং মাথা চাড়া দিয়ে ওঠেছিলো বলেও মনে করেন তারা। লটারি নয়, মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোকে সেশনজটমুক্ত করার উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। ১৫ বছরের জঞ্জাল এতো দ্রুত সাফ করা সম্ভব নয়।যারা সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের অপসারণের দাবি জানানো হয়েছে।
নাগরিক পার্লামেন্ট সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক পার্লামেন্ট আহ্বায়ক মাহমুদ নাসের, নাগরিক পার্লামেন্টের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি প্রমূখ। রা/অ