বুধবা, ০৪ িসেম্র ২০২৪, সময় : ১২:৫৪ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১৪ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
সোমবার ৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় নাচোল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮ ফসলের প্রণোদনা আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিঘা প্রতি উপকার ভোগী প্রতি কৃষকের মাঝে পরিমাণ মতো বীজ ও রাসায়নিক সার বিতরণের কাজ শুরু হলো।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ৭ হাজার কৃষকের মাঝে গম বীজ, সরিষা বীজ ৭ হাজার, ভুট্টা বীজ ১০০, মসুর বীজ ২২০, খেসারি বীজ ১২০, পেঁয়াজ বীজ ৮০, চিনা বাদাম ২০ ও অরহড় বীজ ২০ জন কৃষক এ সুবিধা পাবেন। রা/অ