রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৬ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে একটি পরিবারকে দীর্ঘদিন ধরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল পাশের প্রতিবেশীরা। বিষয়টি জানতে পেয়ে শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁশের বেড়া অপসারণ করে পরিবারটিকে রাস্তায় চলাচলের সুব্যবস্থা করে দেন।
ইউএনও বলেন, তানোর পৌর এলাকার হরিদেবপুর গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় লোকজন সঞ্জিব কুমার নামে এক ব্যক্তির বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। পরে সঞ্জিব ও তার পরিবারকে বাড়ি থেকে বের হতে বাধা দেয়া হয়।
বিষয়টি নিয়ে উভয়ের সম্মতিতে বাঁশের বেড়া অপসারণ করে চলাচলের রাস্তা স্বাভাবিক করা হয়। তবে, রাস্তার জন্য সঞ্জিব প্রয়োজনীয় জমি দিতে সম্মত হয়েছেন। এসময় তানোর পৌরসভার মেয়র ইমরুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। আজকের তানোর