মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:১০ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরের কেশরহাট উচ্চবিদ্যালয়ে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাঁকোয়া আল কোরআন কমপ্লেক্সে অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) ক্যাম্পিংয়ের আয়োজন করেছে।
গরীব ও অসহায় রোগীদের জন্য আয়োজিত এ সেবা ক্যাম্পিংয়ে সার্বিক তত্ত্ববধায়নে রয়েছেন আল কোরআন কমপ্লেক্সে অ্যান্ড ক্যাডেট মাদ্রাসার সভাপতি এবং বাংলাদেশ জাময়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা জিএম আবদুল আওয়াল। চিকিৎসা সেবা প্রদান করবেন দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎকগণ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা। বিশেণ অতিথি থাকবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুল কবির, সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা নুলতানা ও থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হান্নান।
এছাড়াও কেশরহাট কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব অর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম জেলা আমীর মাওলানা মো. আবদুল খালেক এবং কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ। পৃষ্টপোষকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখা।রা/অ