শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৪ pm

সংবাদ শিরোনাম ::
ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩ ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহী পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ নগরীতে নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে তুহিন গ্রেপ্তার রাজশাহীতে ঋত্বিক ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি অধ্যক্ষের তানোরে ‘রুলফাও’র আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা দুর্গাপুরে চাঁদাদাবির অভিযোগে যুবক গ্রেপ্তার তানোরে স্বামীর ওপর অভিমানে গলাই ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা দুর্গাপুরে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তন : ধ্বংসস্তূপ থেকে হোয়াইট হাউজ আমন মৌসুমে ধান-চালের মূল্য নির্ধারণ করে দিলো সরকার পুলিশের সাবেক কমিশনার ও ডিআইজিসহ ২২১ জনের নামে মামলা
রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন

রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন

মো. মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিবেদক :
মো. শহিদুল ইসলামকে সভাপতি ও রুকাইয়া খাতুনকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত “ফ্রেসার্স রিসেপশন ও বার্ষিক সাধারণ সভা-২০২৪” এ কমিটি ঘোষণা করা হয়। এসময় নবজাগরণ ফাউন্ডেশনের ১৪তম ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ২১৬ জন নতুন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

৬৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহসভাপতি মো. মনারুল ইসলাম এবং মোছা. রওশানূর সিদ্দিকী তুয়া, যুগ্ম-সম্পাদক মো. নাফিউল ইসলাম এবং রাবেয়া জান্নাত রিপা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারিক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মিম ইসলাম, নিশাত জাহান এবং ফাহিম ফয়সাল, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং প্রচার সম্পাদক মো. ইউনুস হায়দারকে নির্বাচিত করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক। তিনি পড়াশোনার পাশাপাশি কীভাবে একটা সংগঠন শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে পারে সে সম্পর্কে জীবনমুখী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ফাউন্ডেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি নবজাগরণ ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জানান। তাকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার জন্য।

অনুষ্ঠানের কনভেনর হাবিবুল্লাহসহ প্রোগ্রামটি সফল করতে নিরলসভাবে কাজ করা সকল সদস্যদের বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নবজাগরণ ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, বরং একটি পরিবার। তিনি আরও বলেন, নতুন স্বেচ্ছাসেবকরাই সংগঠনের প্রাণশক্তি এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহাত তাসনীম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা কল্পনা রায় ভৌমিক, নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজিব, উপদেষ্টা আদিত্য হাসান শরীফ মো. খালিদ হাসান, শামীমা আফরোজ, মো. সোহাগ আলী, বারসিক প্রতিনিধি মোছা. তোহরা খাতুন লিলি এবং মো. আতিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অলিউল ইসলাম। তিনি সাবেক সভাপতি নবজাগরণ ফাউন্ডেশন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.