শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৭ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
রংপুরে প্রতিদিন অসহায়দের ইফতার-সাহরি দিচ্ছে ছাত্রলীগ

রংপুরে প্রতিদিন অসহায়দের ইফতার-সাহরি দিচ্ছে ছাত্রলীগ

রংপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে অসচ্ছল, অসহায় ও দুস্থদের মাঝে প্রতিদিন ইফতার ও সাহরি দিচ্ছে রংপুর জেলা ছাত্রলীগ। রোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রংপুুুরের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে প্রতিদিন বিকেলে ও মধ্যরাতে এসব খাবার বিতরণ করে করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে রংপুর নগরের শাপলা চত্বর, স্টেশন রোড, কলেজ রোডসহ বিভিন্ন এলাকার অসচ্ছলদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে ইফতার ও সাহরি বিতরণ করে ছাত্রলীগ।

গত আটদিনে (১৪ থেকে ২২ এপ্রিল) ভাসমান ও পথচারীদের পাশাপাশি রংপুর রেলওয়ে স্টেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঘনবসতিপূর্ণ বস্তি এলাকা, বিভিন্ন মাদরাসা, এতিমখানায় ইফতার ও সাহরির বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে শ্রমিকঅধ্যুষিত শাপলা চত্বর এলাকায় প্রায় দেড় শতাধিক অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব শুভ ও উপপ্রচার সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।

ছাত্রলীগের এ কার্যক্রমের প্রশংসা করে শাপলা চত্বরের রতন মিয়া (৪৮) নামে এক মোটরশ্রমিক বলেন, গাড়ির চাকা না ঘুরলে পেটে ভাত যায় না। লকডাউনে খুব কষ্ট হচ্ছে। আমাদের তো জমা টাকা নেই, ঘরে বসে থাকলে সংসার চলে না। রমজানে বউ-বাচ্চার জন্য ঠিকমতো ইফতার ও সাহরির ব্যবস্থা করতে পারি না। আল্লাহর রহমতে ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। কিন্তু এভাবে তো সাহায্য নিতে ভালো লাগে না।

স্টেশন রোডের দিনমজুর মনতাজ বলেন, মাঝেমধ্যে খাই, আবার খাই না। ঘরে খাবার না থাকলে যা হয় আরকি। যেদিন কাজ করি, সেদিন ভালো চলে। কিন্তু কাজ না পেলে অনাহারে থাকতে হয়। যারা ফ্রিতে খাবার দিচ্ছেন আল্লাহ তাদের ভালো করুক।

এদিকে রংপুর মহানগর ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

ঢাকা পোস্টকে তিনি বলেন, লকডাউনে খেটে খাওয়া মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। রমজানে তাদের কষ্ট লাঘবে রংপুর জেলা ছাত্রলীগ ইফতার, সাহরির খাবার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিদিন ২০০টি খাবার প্যাকেট বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সবসময় অসচ্ছল মানুষের পাশে ছিলাম এবং থাকব।

রনি আরও বলেন, দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি রংপুরের আট উপজেলায় ছাত্রলীগের হাজারো নেতাকর্মীকে কাজে লাগিয়ে জনসেবা করছি। এর আগে প্রধানমন্ত্রীর আহ্বানে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া ও বদরগঞ্জসহ উপজেলায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছি।

এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় রোগীদের আর্থিক ও ওষুধ সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনার শুরু থেকে খাদ্য সহায়তা, হ্যান্ড স্যানিটাইজার, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে। এখনো সেই কার্যক্রম অব্যাহত রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.