মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:৩৪ pm
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মন্টু প্রামাণিক (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে মুখ বেঁধে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা লব সর্দারের মোড়ে এ ঘটনা ঘটে। আহত মন্টু প্রামাণিক চামটা গ্রামের বাসিন্দা ও জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঝড়ু প্রামাণিকের ছেলে।
আহতের স্বজনরা জানান, সকালে মন্টু প্রামাণিক চামটা বিলে হাঁসের খামার থেকে ডিম সংগ্রহ করে ফিরছিলেন। পথে সাব্বির ও মামুনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ধরে লব সর্দারের মোড়ে নিয়ে যান। পরে সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যান।
মারপিটে তার বাম পায়ের একাধিক জায়গায় ভেঙে যায় এবং দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রা/অ