বুধবা, ৩০ অক্টোব ২০২৪, সময় : ০৯:৪২ pm
আন্তর্জাতিক ডেস্ক :
ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করা ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ‘ফ্যাসিবাদী’, তিনি অ্যাডলফ হিটলারকে ‘পছন্দ করতেন’ এমন অভিযোগ ওঠার পর সমালোচকদের আক্রমণের মুখে স্বামীর পক্ষে এগিয়ে এসেছেন তিনি।
ট্রাম্পের আমলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলি সম্প্রতি বলেছেন, তার সাবেক বস (ট্রাম্প) তাকে বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন। তিনি অ্যাডলফ হিটলারের মতো কয়েকজন জেনারেল চান।’
এ নিয়ে সমালোচনার মুখে গত সোমবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছেন, আমি নাৎসি নই। আমি নাৎসিদের বিপক্ষে।
পরদিন মঙ্গলবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া এ বিষয়ে স্বামীর পক্ষ নিয়ে বলেন, তিনি হিটলার নন এবং তার সব সমর্থক তার পেছনে আছেন, কারণ তারা দেশকে সফল দেখতে চান।
মেলানিয়া আরও বলেন, নারীদের গর্ভপাতের অধিকারের পক্ষে তিনি যে সমর্থন জানিয়েছেন, তাতে তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘খুব একটা অবাক হননি’।
এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মেলানিয়াকে খুব একটা দেখা যাচ্ছে না। তবে তিনি স্বামীকে শুভকামনা জানাতে এবং তার নিরাপত্তা কামনা করতে ভোলেননি বলেও জানিয়েছেন। সূত্র : যুগান্তর