রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৯ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর উপজেলায় জোর করে বসত বাড়িসহ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী এনামুল হক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামের মৃত নইমুদ্দিন মোল্লার ছেলে এনামুল হকের বসত বাড়িসহ ২২ শতক জমি গত ১৭ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় জোর করে দখলের চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। ওই সময় এনামুল হক বাধা দিলে সাঁকোয়া গ্রামের মৃত ইয়াছিন সরদারের ছেলে হরিবর সরকার (৪৫), মৃত সেকেন্দার সরদারের নাজমুল সরদার (৪৬), মৃত আব্দুস সাত্তার মন্ডলের শরিফুল মন্ডল (৪৮), মেজাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৬), মৃত আব্দুল খালেকের ছেলে মাহাবুর আলম (৪২) সহ ৫/৭ মিলে ধারলো হাঁসুয়া,লোহার রড ও বাঁশে লাঠি নিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে কাছে থাকা ১ হাজার ১১২ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করেন।
অভিযুক্ত ব্যক্তিরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি প্রদান করছে। বর্তমান তিনি চরম আতঙ্কে মধ্যে রয়েছেন। ভুক্তভোগী এনামুল হক বলেন, পৈত্রিক সূত্রেবসত বাড়িসহ ২২ শতক জমি ভোগ দখল করে আসছি। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা জমিটি জোর করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা চেয়ে বিষয়টি নিয় আমি মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রা/অ