রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৫ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি হত্যা মামলায় একজন প্রতিবন্ধি যুবককে জড়িয়ে স্বীকারোক্তি নিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ভুক্তভুগির পিতা মাতার উপস্থিতে পরিবারের পক্ষে ওই যুবকের মামা সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার বেলা ১১টায় নাচোল সাব-রেজিস্ট্রি অফিস চত্তরে এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভুগির মামা তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সাইদ আলীর ছেলে আব্দুল হান্নানকে গত ২৮ সেপ্টেম্ববর/’২৪ তারিখ তার ৫ সহযোগি পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করে।
তার স্বজনরা আহত আব্দুল হান্নানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে গত ১২ অক্টোবর/’২৪ তারিখ চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্ননের মৃত্যু হয়। গত ১২ অক্টোবর নিহতের ভাই আব্দুর রশিদ নাচোল থানায় একটি এজাহার দায়ের করেন। ওই এজাহারে প্রতিবন্ধি যুবক আব্দুর রাজ্জাকের নাম ছিলনা। হত্যা মামলায় ৫জন আসামী সকলেই আওয়ামীলীগ দলের নেতা-কর্মী।
এজাহারে উল্লেখিত ৫নং প্রভাবশালী আ’লীগ নেতার দ্বারা প্রভাবিত হয়ে ও অনেক টাকার বিনিময়ে নীরিহ প্রতিবন্ধি যুবক আব্দুর রাজ্জাককে মামলার তদন্তকারী অফিসার দেওয়ান মোঃ আলমগীর হোসেন গত ২১ অক্টোবর তার বাড়ি থেকে আটক করেন। ওই প্রতিবন্ধি যুবককে থানায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি নিয়ে হত্যা মামলায় জড়িয়ে ২২ অক্টোবর জেলহাজতে প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে প্রতিবন্ধি যুবকের পিতা টানু আলী, মাতা মোসা. চেনা বেগম এর পক্ষে তার মামা তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। মামলার তদন্তকারী অফিসার দেওয়ান মোঃ আলমগীর হোসেন জানান, মামলার তদন্তের স্বার্থে আব্দুর রাজ্জাককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম(বিপিএম) জানান, তিনি বিষয়টি জানেন না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রা/অ