শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৩ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
যশোরে গানে শেখ হাসিনার নাম, ৫ আয়োজককে পুলিশে দেন ডিসি

যশোরে গানে শেখ হাসিনার নাম, ৫ আয়োজককে পুলিশে দেন ডিসি

ডেস্ক রির্পোট :
‘খেজুর গুড় আর ফুলের মেলা, নকশিকাঁথার যশোর জেলা’ শিরোনামে একটি গান পরিবেশনের জন্য যশোরে বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নারী নেত্রী, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকসহ ৫ জনকে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা ঘটেছে। অবশ্য এর ৮ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যশোরে ‘থিম সং’-এ শেখ হাসিনার নাম উল্লেখ থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম বিব্রতবোধ করেন এবং তিনিই পুলিশকে নির্দেশ দেন ৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার জন্য।

আটক ৫ জন হলেন দৈনিক স্পন্দনের ফটো সাংবাদিক ও যশোর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, কারাতে অর্গানাইজেশন যশোর জেলার শাখার সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ও শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শুক্রবার ছিল দুই দিনের কারাতের আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতায় নেপাল ১৬, ভারত ২, নেপাল ১ এবং বাংলাদেশের ১০ জেলার মোট ৩২০ জন অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বেলা সাড়ে ১২টার দিকে শেকড় যশোরের কর্মীরা নৃত্য পরিবেশন করে। ওই নৃত্যানুষ্ঠানে যশোরের পরিচিতি তুলের ধরার জন্য ‘থিম সং’ বাজানো হয়। ওই গানের শেষের দিকে যশোরের শেখ হাসিনা আইটি পার্কের কথা উল্লেখ করা হয়। গানটি অনেক আগেই রেকর্ড করা। ওই গানে শেখ হাসিনার নাম উল্লেখ থানায় ডিসি সাহেব বিব্রতবোধ করেন। পরে তিনি জিমনেশিয়ামের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিলে পুলিশ গেট বন্ধ করে দেন। সেখান থেকে তাকে এবং সভাপতি হুমায়ুন কবীর, রওশন আরা রাসু, এবং ইমরান হাসান টুটুলকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

এ ছাড়া অর্চনা বিশ্বাসকে মোবাইলে থানায় ডেকে নিয়ে হেফাজতে নেয় পুলিশ। ওই অনুষ্ঠানে অর্চনা বিশ্বাস অতিথি হিসেবে অংশ নেন। তিনি অনুষ্ঠানের শেষের দিকে হট্টগোল শুরু হলে বাড়িতে চলে যান। পরে পুলিশ তাকে খবর দেয়।

তিনি আরও বলেন, ‘ওই গানটি অসর্তকতাবশত বাজানো হয়েছিল। এজন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়েছে।

রওশন আরা রাসু বলেন, ‘আমি সাংস্কৃতিক কর্মী। শেকড় নামে আমার একটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। আয়োজকরা জানিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক পর্ব থাকবে। সেখানে কয়েকটি নাচের পর্ব থাকবে। তাই আমার সংগঠনের কয়েকজন শিশুকে দিয়ে সেখানে নৃত্য পরিবেশন করে। যশোরের ব্র্যান্ডিং গান হিসেবে পরিচিত “খেজুর গুড় আর ফুলের মেলা, নকশিকাঁথার যশোর জেলা” শিরোনামে গানটিতে নৃত্য পরিবেশন করে তারা। এই গানে যশোরের উন্নয়ন নিয়ে কথা রয়েছে। ভিন্ন কোনও উদ্দেশ্য ছিল না আমাদের।’

সাংবাদিক ইমরান হাসান টুটুল জানান, তিনি সংবাদ সংগ্রহের জন্য ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। কী কারণে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে, তা তিনি জানেন না। একই কথা বলেছেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস। তার দাবি, তিনি অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন।

অর্চনা বিশ্বাস যশোরের মুজিব সড়কে অবস্থিত ‘জয়তী সোসাইটি’ নামে একটি সংস্থার পরিচালক। নারী অধিকার সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত সরকারের আমলে (২০২১) তাকে রোকেয়া পুরস্কার দেওয়া হয়।

এ বিষয়ে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানের উদ্বোধন শেষে নাচের অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের উন্নয়নের গান বাজানো হয়েছিল। এটা পরিকল্পিত বলে মনে হয়েছে। যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশ পালন করেছি মাত্র। পাঁচ জনকে থানায় নিয়ে এসে সসম্মানে রাখা হয়। সবশেষ তারা ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ায় রাত ৮টার দিকে ছেড়ে দেওয়া হয়।’ সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.