শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, সময় : ০৬:৫৫ am
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর :
নওগাঁর নিয়ামতপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহতের ঘটনায় থানায় এজাহার দাখিলের পর সেনাবাহিনীর সদস্যরা নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম (৬০) ও সোহেল রানা হীরা (৩৪) কে আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার সংলগ্ন এলাকার মৃত এজাবুল মন্ডলের ছেলে নূরুল ইসলাম ও নূরুল ইসলামের ছেলে সোহেল রানা হীরা।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, কামরুজ্জামানের পক্ষে থানায় এজাহার দাখিল করা হলে সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে নূরুল ইসলাম ও সোহেল রানা হীরাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকাল ১০ টায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। রা/অ