মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:৩৫ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে একদিলতলা মোড়ে বাঁশবাহী ভুটভুটির ধাক্কায় মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল সরকারের চাচা মোহনপুর সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক মাহফুজ সরকার বিদ্যুৎ ইন্তেকাল করেন। ইন্নালি……..রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮) বছর। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি বিএনপির একনিষ্ঠ ও কর্মীবান্ধব নেতা ছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মোহনপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও মোহনপুর সাবরেজিস্টার অফিস এবং দলিল লেখক সমিতিসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
২২ অক্টেবর মাহফুজ সরকার রাত সোয়া ৯টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে একদিলতলা হাটের মৌড়ে পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
বুধবার বেলা ১১টার সময় বিদ্যুত সরকারের নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান জানান, এ বিষয়ে থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা রজু করা হয়েছে। রা/অ