বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১২ pm

সংবাদ শিরোনাম ::
অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেপ্তার
ক্লাস শুরুর ৭৪ দিনেও বইয়ের অপেক্ষায় একাদশের ১৩ লাখ শিক্ষার্থী

ক্লাস শুরুর ৭৪ দিনেও বইয়ের অপেক্ষায় একাদশের ১৩ লাখ শিক্ষার্থী

602-0-0#

ডেস্ক রির্পোট :
২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে চলতি বছরের ৮ আগস্ট। ক্লাস শুরু হওয়ার ৭৪ দিন পেরিয়ে গেলেও একাদশ শ্রেণির পাঁচটি বই এখন পর্যন্ত শিক্ষার্থীরা হাতে পায়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাঁচটি বিষয়ের যা পরিবর্তন হবে না,তা শিক্ষার্থীদের জানান দিতে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সরবরাহ করতে নাপারা বইগুলো হলো- আবশ্যিক বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ের বাংলা ও ইংরেজি ভার্সন।

উল্লিখিত বইয়ের পান্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় এই ভোগান্তি বলে জানিয়েছেন এনসিটিবির একাধিক কর্মকর্তা। প্রতিবছর উচ্চমাধ্যমিক পর্যায়ে বিভাগভিত্তিক বইগুলো ছাড়া ওই পাঁচটি বই এনসিটিবির অধীনে ছেপে বাজারে বিক্রি করা হয়। প্রকাশকরা সরকারকে ন্যূনতম ‘রয়্যালটি’ দিয়ে এনসিটিবি নির্ধারিত মূল্যে বইগুলো বাজারে বিক্রি করে থাকেন। আর শিক্ষার্থীরা বাজার থেকে এসব বই কেনেন।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এনসিটিবি ইতোমধ্যে ওই ৫টি বইয়ের প্রায় ৩১ লাখ বই ছাপার দরপত্র আহবান করেছে। কিন্তু বইগুলোর পান্ডুলিপি ‘সংশোধন ও পরিমার্জনের’ কাজ চলছে।

গত ১১ সেপ্টেম্বর এনসিটিবির পক্ষ থেকে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে জানানো হয়েছিল, এক সপ্তাহের মধ্যে বইগুলোর পান্ডুলিপি প্রেসগুলোকে (যারা কাজ পাচ্ছে) সরবরাহ করা হবে। ৫টি বই ছাড়া একাদশ শ্রেণির অন্যান্য বই বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু প্রায় দুইমাস আগে টেন্ডার আহবান করা হলেও পাঁচটি বইয়ের পান্ডুলিপি প্রস্তুত করতে পারেননি এনসিটিবি কর্মকর্তারা।

২০২৪ সালে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী পাস করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৩ লাখ ৩৫ হাজার একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছিলে। এরমধ্যে ১৩ লাখের মতো শিক্ষার্থী কলেজ ও সমস্তরের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে।

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের ইংরেজির সহকারী অধ্যাপক খায়রুল আনাম আবেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সহকারী অধ্যাপক খন্দকার মেহেদী হাসান এবং বাংলা’র প্রভাষক মো. আবু হানিফা মন্ডল বলেন,আবশ্যিক বিষয়ের বই যদি অনিশ্চয়তার মধে বিলম্ব হয়,তাহলে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়। এনসিটিবি কর্তৃপক্ষ আগে যদি জানাত যেসব বিষয় বাদ যাবেনা, সেগুলো আগে পড়ানো শুরু করে দেন,পরে বই গেলে তা পড়াবেন।কোনো কিছুই জানানো হচ্ছেনা,আমরা শিক্ষার্থীদের এবিষয়ে কিছই বলতে পারছি না।

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.খুরশিদ আলম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুসসহ একাধিক অধ্যক্ষ জানান, ৮ আগস্ট উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রায় ৩ মাস হতে চলেছে ক্লাশ শুরু হওয়ার,অথচ এখন পর্যন্ত আবশ্যিক বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ের বাংলা ও ইংরেজি ভার্সন শিক্ষার্থীরা হাতে পাননি।

তারা বলছেন,বর্তমান সিলেবাস থেকে যা বাদ দেয়া হবেনা, তা থেকে রাখা হবে এমন অংশ আগামী ৩/৪ (নতুন বই না আসা পর্যন্ত) মাসের জন্য আগাম জানানো হলে শিক্ষার্থীরা উপকৃত হতো। এবছর কোটা সংস্কার আন্দোলন এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১১টি জেলায় সাম্প্রতিক বন্যার কারণে একাদশ শ্রেণিতে ভর্তির সময় অন্তত ছয় দফায় বাড়ানো হয়। বর্তমান বন্যা পরিস্থিতির কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা দফায় দফায় বৃদ্ধি করা হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবির)-এর সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. রিয়াদ চৌধুরী বাংলা টাইমসকে বলেন, পাঁচটি বইয়ের পান্ডুলিপি চূড়ান্ত করার কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবির)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান বাংলা টাইমসকে বলেন, ৫টি বইয়ের পান্ডুলিপি চূড়ান্ত করে আজকে (২২ অক্টোবর) হাতে এসেছে। এ মুহূর্তে (দুপুর ১২.১৫ মি.) সেই মিটিং চলছে। দ্রুততম সময়ের মধ্যে এসব পান্ডুলিপি প্রেসে দেয়া হবে। সূত্র : বাংলা টাইমস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.