বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০১:০৭ am
মোহাম্মদ জাকির হোসেন বাবলু, দুর্গাপুর :
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভায়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পৌরসভার ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি, এ্যাড. মো. আশরাফুজ্জামান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আয়নাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জুবায়েদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক।
এছাড়াও দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব স্বপন, আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বিদয়, পৌর যুবদল নেতা বাবলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে প্রত্যেকটি উপজেলা পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে শ্রমিক দলের কমিটি গঠন করা হবে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত হয়। রা/অ