মঙ্গবার, ২২ অক্টোব ২০২৪, সময় : ০৪:৪১ pm

সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথির ৪৯০তম মহোৎসব রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ইভটিজিংয়ের অভিযোগে দুর্গাপুরে যুবলীগ নেতাকে গণধোলাই তানোরে এলজিইডির সদ্য নির্মিত রাস্তায় ভাঙ্গন, নির্বিকার কর্তৃপক্ষ কালাই ক্ষেত থেকে অটো চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩ নাচোলে আ.লীগের সেক্রেটারী আব্দুল কাদেরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা নাচোলে ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে জেনে নিন : দুধরচকী রাজশাহীতে বিশ্ব শেফ দিবস উদযাপিত জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বগুড়ার কৃতি সন্তান শাইন, বিভাগীয় শাখার অভিনন্দন বাঘায় মাদক কারবারীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা তানোরে ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা দেশ ছাড়ার আগে যা বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা এএসপিদের কুচকাওয়াজ স্থগিতে মুখ খুলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্ব পালন করেছে আনসারা : স্বরাষ্ট্র উপদেষ্টা বিএমডিএকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা সারদায় এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত রংপুরে আ.লীগ নেতা হত্যায় ৫০০ আসামি করে মামলা, ছাত্রজনতার আল্টিমেটাম
জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বগুড়ার কৃতি সন্তান শাইন, বিভাগীয় শাখার অভিনন্দন

জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বগুড়ার কৃতি সন্তান শাইন, বিভাগীয় শাখার অভিনন্দন

মো. মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিবেদক :
বগুড়ার ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. মমিনুর রশিদ শাইন জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। রবিবার ২০ অক্টোবর সকাল ১১টায় মতিঝিলস্থ আজিজ ভবনে সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. মমিনুর রশিদ শাইনকে মনোনীত করা হয়।

এসময় বর্ষিত সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. শাজাহান মোল্লা, সাবেক মহাসচিব আবুল হোসেন, মো. ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ তাজ উস শফি, মোহাম্মদ আবুল বাসার মজুমদার, সাবেক প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, যুগ্ম মহাসচিব মো. কাজী মাহমুদুল হাসান, মোহাম্মদ মামুনুর রশিদ, লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মো. আতিকুর রহমান আজাদ, মো. হাসান সরদার জুয়েল, মো. সরকার জামাল, সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার, অর্থ সচিব মো. জামাল হোসেন, দপ্তর সচিব মো. রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব আব্দুস সবুর, প্রশিক্ষণ সচিব আজিবুল হক পার্থ, তথ্য প্রযুক্তি সচিব আবেদ আলীসহ বিভিন্ন জেলা মহানগর ও বিভাগের সভাপতি সাধারণ সম্পাদকৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মো. মমিনুর রশিদ শাইনকে জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উত্তরবঙ্গ থেকে সংগঠনের দুই নক্ষত্র মো. মমিনুর রশিদ শাইন ভারপ্রাপ্ত সভাপতি ও মোহাম্মদ কামরুল ইসলামকে মহাসচিব হিসেবে পাওয়ায় রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা শাখার আনন্দিত ও গর্বিত।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের মৃত্যুতে সভাপতি পদটি শূন্য হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. মমিনুর রশিদ শাইনকে মনোনীত করা হয়। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.