রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৩ am
মো. মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিবেদক :
বগুড়ার ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. মমিনুর রশিদ শাইন জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। রবিবার ২০ অক্টোবর সকাল ১১টায় মতিঝিলস্থ আজিজ ভবনে সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. মমিনুর রশিদ শাইনকে মনোনীত করা হয়।
এসময় বর্ষিত সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. শাজাহান মোল্লা, সাবেক মহাসচিব আবুল হোসেন, মো. ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ তাজ উস শফি, মোহাম্মদ আবুল বাসার মজুমদার, সাবেক প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, যুগ্ম মহাসচিব মো. কাজী মাহমুদুল হাসান, মোহাম্মদ মামুনুর রশিদ, লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মো. আতিকুর রহমান আজাদ, মো. হাসান সরদার জুয়েল, মো. সরকার জামাল, সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার, অর্থ সচিব মো. জামাল হোসেন, দপ্তর সচিব মো. রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব আব্দুস সবুর, প্রশিক্ষণ সচিব আজিবুল হক পার্থ, তথ্য প্রযুক্তি সচিব আবেদ আলীসহ বিভিন্ন জেলা মহানগর ও বিভাগের সভাপতি সাধারণ সম্পাদকৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মো. মমিনুর রশিদ শাইনকে জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উত্তরবঙ্গ থেকে সংগঠনের দুই নক্ষত্র মো. মমিনুর রশিদ শাইন ভারপ্রাপ্ত সভাপতি ও মোহাম্মদ কামরুল ইসলামকে মহাসচিব হিসেবে পাওয়ায় রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা শাখার আনন্দিত ও গর্বিত।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের মৃত্যুতে সভাপতি পদটি শূন্য হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. মমিনুর রশিদ শাইনকে মনোনীত করা হয়। রা/অ