রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫০ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (২১ এপ্রিল) ভোর ৫ টার দিকে ভারতের বেঙ্গলর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, মা , ভাই-বোনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি মেয়র বাবুর ভাগ্নে বেঙ্গলরে অবস্থানরত মির্জা রুমেল নিশ্চিত করেছেন।
মেয়র মনিরুল ইসলাম বাবু গোদাগাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের মহিশালবাড়ী গ্রামের মৃত আরশাদ আলীর বড় ছেলে। তিন ভাই ও ছয় বোন তবে ভাইদের মধ্যে মেয়র বাবু ছিলো সবার বড়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ মেয়র মনিরুল ইসলাম বাবু হার্ট জনিত সমস্যার চিকিৎসার জন্য ভারতের বেঙ্গলর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে। গত ১০ এপ্রিল দিবাগত রাতে হঠাৎ স্ট্রোট করলে আইসিইতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মাঝে কয়েকটাদিন কিছুটা উন্নতি হলেও বুধবার (২১ এপ্রিল) ভোর ৫ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার শুভাকিঙ্খীরা মেয়র বাবুর জন্য দোয়া ও শোক প্রকাশ করেছেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলার, বিভিন্ন উপজেলার ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকাত্ন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাজনৈতিক জীবন:
সদা হাস্যউজ্জ্বল গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘদিন হতে জড়িত। তিনি গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন। চলতি বছর ২০২১ সালে ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জয়ী হয়ে টানা দ্বিতীয় বারের মত মেয়র পদে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়াও তিনি রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মেয়র বাবুর নামাজের জানাযার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতের বেঙ্গলর হতে মৃতদেহ আসতে সময় লাগায় কোনদিন, কয়টায় সময় জানাযা অনুষ্ঠিত হবে তা পরে পারিবারিক ভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানাগেছে। আজকের তানোর