বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০১:১৪ am
মোহাম্মদ জাকির হোসেন বাবলু, দুর্গাপুর :
ঘোড়াদহ মেলা। এক সময় রাইচাঁদ নদীতেই হতো নৌকা বাইচ। আর তীরে হতো ঘোড় দৌড়। কালের বিবর্তনে রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখলসী গ্রামের রাইচাঁদ নদীর তীরের সেই ঘোড়াদহ মেলায় বিগত কয়েক বছর থেকে হয় না ঘোড়াদৌড়। পাশেই বয়ে চলা আঁয়চাদ নদীর নাব্যতা নেই, কচুরিপানায় ভরে গেছে, এছাড়াও বিভিন্ন স্থানে সুইসগেইট নির্মাণের ফলে এখন আর নৌকাবাইচ হয়না।
৫০০শতবর্ষী এই মেলা কোনো প্রচার ছাড়ায় বসে আসছে। মেলাটি একটি গ্রামে অনুষ্ঠিত হলেও উৎসবের আমেজ থাকে উপজেলাজুড়ে। ঐতিহ্যবাহী ৫০০ বছরের পূরনো মেলা পরিদর্শনে যান দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
পহেলা কার্তিক থেকে উপজেলার আলীপুর ও উজানখলসীতে বসেছে এ মেলা। বৃহস্পতিবার ১৭ (অক্টোবর) বিকেলে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মেলা পরিদর্শনে যান বিএনপি নেতাকর্মীরা পরে আলীপুরে মেলা কমিটির মঞ্চে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ মেলা হলো বাঙালির ইতিহাস ও ঐতিহ্যর একটি অংশ। একটি জাতি তার ইতিহাস ও ঐতিহ্য চর্চার মাধ্যমে হাজার বছর টিকে থাকে। ঘোড়াদহ মেলা দুর্গাপুরের একটি ঐতিহ্যবাহী মেলা। যেখানে সার্বজনীন মানুষ উৎসব পালন করে আসছে। এসময় মেলা আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, বিএনপি নেতা মো.সোহেল রানা, পৌর বিএনপির স্বপন, বিএনপি নেতা নাজিম হাসান, ইউপি বিএনপির সা.সম্পাদক আব্দুল আলী, বিএনপি নেতা রউফ মাষ্টার, সাবেক পৌর কাউন্সিল মাহাতাব আলী,ঝালুকা ইউপির বিএনপি নেতা আমিন, যুবদল নেতা রফিক,বাচ্চু, আফাজ আলী, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম,দেলোয়ার হোসেন, বেলাল হোসেন, আনারুল, সুলতান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। রা/অ