শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৪ pm
এম এম মামুন :
রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় দোকানী ও এলাকাবাসীরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী নিউ মার্কেটের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,কোন প্রকার সম্ভাবতা বা প্রয়োজনীয়তা যাচাই-বাছাই ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনের কতিপয় ইঞ্জিনিয়ার এর সহযোগিতায় অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ কাজ ডিপিপিতে অন্তর্ভুক্ত করে। এই সড়কে বড় কোন ধরনের গাড়ি চলাচল করে না ফলে ফ্লাইওভার নির্মাণের প্রকল্প দেখিয়ে লুটপাট করা পায়তারা করা হচ্ছে।
বক্তার আরো বলেন, এই রাস্তায় ৬০ ফিট (ফুটপাত সহ) প্রস্থ রাস্তায় ফ্লাইওভার নির্মাণ করা হলে ভায়াডাক অংশে সড়কের প্রশস্ততা কমে ৯ থেকে ১০ ফিট থাকবে। সে ক্ষেত্রে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। ফলে অনতিবিলম্বে এই ফ্লাইওভার বাতিলের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন স্থানীয়ও ব্যবসায়ীরা। রা/অ