শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৭ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
‘যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ’ এই স্লোগান সামনে রেখে পুরনো দিনের সকল ব্যর্থতাকে মুছে ফেলে নতুন আংঙ্গিকে তানোর সাংবাদিক ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট মূল কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার চলতি বছরের ১৩ অক্টোবর এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটিতে ৭ জন উপদেষ্টা রয়েছেন। আর ১২ জন তুরুণ ও উদ্দ্যোমী সংবাদকর্মী নিয়ে গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। ক্লাবটির সংক্ষেপে নাম দেয়া হয়েছে (টি.এস.সি)। এর অর্থ ‘তানোর সাংবাদিক ক্লাব’ কে বোঝাবে।
উপদেষ্টা কমিটির প্রধান হলেন- মো. রুহুল আমীন খন্দকার। তিনি দৈনিক অপরাধ তথ্য পত্রিকার নির্বাহী সম্পাদক। দ্বিতীয় উপদেষ্টা হলেন- মো. নুরে ইসলাম মিলন। তিনি দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।
তৃতীয় উপদেষ্টা হলেন- মো. কামাল উদ্দিন। তিনি দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক। চতুর্থ উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক হাজী আকতারুজ্জামান মোল্লা (রনজু)। পঞ্চম উপদেষ্টা হিসেবে আইন উপদেষ্টা মর্যাদায় থাকবেন অ্যাডভোকেট মো. আব্দুস সবুজ দেওয়ান, সুপ্রিম কোর্ট, ঢাকা, বাংলাদেশ।
এই ক্লাবের সভাপতি পদে মনোনীত হয়েছেন সোহানুল হক পারভেজ। তিনি জনতার সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক। আর টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান ও জাতীয় দৈনিক সকালের সময়ের সাংবাদিক। সহসভাপতি পদে মনোনীত হয়েছেন মো. হাসান ইমাম। তিনি জনতার সময় পত্রিকার বার্তা সম্পাদক।
সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন এম. রায়হান আলী। তিনি জনতার সময় ও ঢাকা ক্যানভাস পত্রিকার বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. শরিফুল ইসলাম শরিফ। তিনি জাতীয় দৈনিক অপরাধ তথ্য পত্রিকার স্টাফ রিপোর্টার। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. আনোয়ার পারভেজ বাবু। তিনি জনতার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার। আর সহসাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. গাজিউল ইসলাম মাসুদ। তিনি জাতীয় দৈনিক অপরাধ তথ্য পত্রিকার তানোর পৌর প্রতিনিধি।
এছাড়াও অর্থ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. শরিফুল ইসলাম। তিনি দৈনিক উপচার পত্রিকার মুন্ডুমালা পৌর প্রতিনিধি। প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন হাফিজুল ইসলাম। তিনি জাতীয় দৈনিক অপরাধ তথ্য পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি। আর মহিলা বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মমতাজ খাতুন মুক্তা। তিনি দৈনিক কলম যোদ্ধা পত্রিকার স্টাফ রিপোর্টার। প্রেস সম্পাদক মানোনীত হয়েছেন মো. সেলিম রেজা। তিনি জনতার সময় পত্রিকার তানোর প্রতিনিধি। জনতার সময়ের শাওন সরকার ক্যামেরাম্যান।
প্রধান উপদেষ্টা মো. রুহুল আমীন খন্দকার বলেন, বর্তমানে তানোর উপজেলার সাংবাদিকদের চিত্রপট খুব একটা প্রসংশনীয় অবস্থায় নেই। বিগত দিনে আমাদের অনেকেরই অনেক ভুল ক্রুটি রয়েছে। আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়। তাই সকল ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন আংগিকে ‘তানোর সাংবাদিক ক্লাবে’র সংবাদকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইলো সবার কাছে। দেশ ও জাতির কল্যাণে আপোষহীন ভাবে ‘যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ’ স্লোগানটিকে সামনে রেখে এগিয়ে যাবে ‘তানোর সাংবাদিক ক্লাব’।
তিনি আরও বলেন, এখন থেকে তানোর সাংবাদিক ক্লাবের কোন সদস্য যদি রাষ্ট্র বিরোধী বা বেআইনি কোন কার্য-কলাপের সাথে জড়িত হয় কিংবা অনৈতিক কোন কাজের সাথে জড়িয়ে পড়েন। আমরা উপদেষ্টা মন্ডলীগণসহ ক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে পরামর্শ ক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণে অঙ্গীকার বদ্ধ হয়েছি। রা/অ