শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:২০ pm
ডেস্ক রির্পোট :
‘শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দিলে ঠেকানোর উপায় নেই’ এই শিরোনামে প্রথম পাতায় খবর প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল পাশ দেওয়া নিয়ে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা বলেছিলেন।
শনিবার বিকালে নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলে যুগান্তরের খবর বলা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে। সেটা ঠেকানোর কোনো উপায় নেই। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো মামলায় যদি তাকে (শেখ হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কিছুটা অস্বস্তি ছিল। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। সেটা ভারতের জন্যও প্রয়োজন। আমাদের জন্যও প্রয়োজন।
বর্তমান সরকার সম্প্রীতিতে বিশ্বাসী জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকমের বাধা-বিপত্তি ছাড়াই যেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালিত হয় সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। কোথাও কোথাও দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র : বিবিসি