বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:০৮ am
আকতার হোসেন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর নির্বাচন ঘিরে মহিলা লীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ জানুয়ারী) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুন্ডুমালা পৌর আওয়ামী মহিলা লীগের সভাপতি পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি জননেতা লুৎফর হায়দার রশীদ ময়না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেকুন্নী বাবু চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাজেমাল, বাঁধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, নৌকা প্রতীকের মনোনীত মেয়রপ্রার্থী আমির হোসেন আমিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ।
সভায় বেশ কয়েকটি ওয়ার্ডের বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে মুন্ডুমালা পার্টি অফিসে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি আগামীকাল দিবসটি পালনের জন্য সকল নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান।