মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:০২ pm
দেলোয়ার হোসেন সোহেল :
রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
শুক্রবার ১১ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন দিনব্যাপি তানোর উপজেলার বিভিন্ন এলাকার পুজামন্ডপ পরিদর্শন ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শিক্ষক সুলতান আহমেদ, উপজেলার বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, মুন্ডুমালা পৌর বিএনপির নেতা ফিরোজ কবির ও তানোর পৌর যুবদল নেতা এমদাদুল প্রমুখ।
এছাড়াও গোদাগাড়ী পৌর বিএনপির আহবায়ক বিপ্লবসহ তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সফর সঙ্গী হিসাবে ছিলেন।
একই দিনে সন্ধ্যায় উপজেলার কামারগাঁ ইউপির ৫ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অফিস শুভ উদ্বোধন করেন মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। রা/অ