বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১৪ pm
এম এম মামুন :
রাজশাহী নগরীতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫০ গ্রামের কমে ইলিশ বিক্রি করবে না বিক্রেতারা। তবে আগের ছেড়ে কিছুটা চড়া দামে বিক্রয় করা হচ্ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সাহেববাজার মাছ বাজারে রাজশাহী মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার থেকে টুকরো ইলিশ মাছ পাবে ক্রেতারা। তবে পিছ হিসেবে নয় বরং তার জন্য সর্বনিম্ন ৫০০ গ্রাম মাছ কিনতে হবে তাদের। ইলিশ কেটে বিক্রির ফলে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বারতি দামে বিক্রি করা হচ্ছে টুকরো ইলিশ।
এদিকে ক্রেতাদের অভিযোগ টুকরো ইলিশ পাওয়া গেলেও গুনতে হচ্ছে বারতি টাকা। যার ফলে অনেক ক্রেতা ইলিশ কেনার আশায় বাজারে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে চরম ভোগান্তিতে পরছে অনেকেই। অন্যদিকে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের কর্তৃপক্ষ বলছেন, অনেক গরিব মানুষ আছেন যারা বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ১ টুকরো ইলিশ মাছ বিক্রির নির্দেশ দিলেও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সে নির্দেশ মানছেন না ব্যবসায়ীরা। রা/অ