শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৭ am
এম এম মামুন :
বাংলাদেশ রেলওয়ের ডিজি ও পশ্চিম রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার রাজশাহী রেলওয়ে স্টেশনে সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বাংলাদেশ রেলওয়ের শীর্ষ দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তৃতারা বলেন, বাংলাদেশ রেলওয়ে ডিজি সরদার সাহাদত আলী ঠিকাদারদের যোগসাজশে ও পশ্চিম রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী সাদিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলা অবস্থায় বিরোধিতা করেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগে সরকারের আমলে ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে। অভিযোগ গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অপসারণের দাবি জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,রাজশাহী মহানগর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হাফেজ খাইরুল ইসলাম,মতিহার নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ। রা/অ