শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৯ pm
ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ভবিষ্যৎ অনিশ্চিত। লিগের সেমিফাইনাল থেকে নিষিদ্ধ করা হতে পারে চেলসি, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটিকে। ইউরোপিয়ান সুপার লিগে অংশগ্রহণ করতে যাওয়ায় এই তিন ক্লাবের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে উয়েফা।
যে ১২টি ক্লাব সুপার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে তার মধ্যে এ ৩টি ক্লাবও রয়েছে।
ডেনমার্কের এক ফুটবল কর্মকর্তা ও উয়েফার কার্যকরী কমিটির সদস্য জেস্পার মোল্লার বলেন, এ ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আশা করি শুক্রবারের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। তারপর আমাদের পরিকল্পনা করতে হবে কীভাবে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করা যায়।
শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের উচ্চপর্যায়ের বৈঠক বসবে জানিয়ে মোল্লার আরও বলেন, এ ব্যাপারে আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি, কী সিদ্ধান্ত নেয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে। আমার মতে এ ক্লাবগুলো এবং ক্লাবের খেলোয়াড়দের আমাদের সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা উচিত।
সূত্র: আজকাল, আনন্দবাজার পত্রিকা।