শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৫ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
রাজশাহীতে কার্যালয়ের ভাড়া দিচ্ছে না বিএনপি, ছাড়ছে না ভবনও

রাজশাহীতে কার্যালয়ের ভাড়া দিচ্ছে না বিএনপি, ছাড়ছে না ভবনও

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের ভাড়া বাকি আছে দুই লাখ ৮৮ হাজার টাকা। ভবনের মালিকরা উকিল নোটিশ পাঠালেও কার্যালয় ছাড়ছেন না বিএনপি নেতারা। বকেয়া ভাড়াও পরিশোধ করছেন না। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন অজুহাতে ভবন ছাড়ছেন না তারা।

রাজশাহী নগরীর মালোপাড়ায় অবস্থিত এই ভবন। এর ঠিক উল্টো দিকে ভুবনমোহন পার্ক অবস্থিত। ভবনটির নাম কাবিল ম্যানশন। ভবনটি চার তলা। এর দ্বিতীয় তলায় ৮০০ বর্গফুটের দুটি কক্ষ নিয়ে বিএনপির কার্যালয় অবস্থিত। ২০২১ সালের ১ আগস্ট থেকে মাসিক ১২ হাজার টাকার চুক্তিতে ভাড়া নেন বিএনপি নেতারা। চুক্তির মেয়াদ শেষ হয় ২০২২ সালের ৩১ আগস্ট। চুক্তিবিহীন আরও দুই বছর কাটিয়ে দিয়েছেন তারা। এখান থেকে বিএনপির কার্যালয় সরাতে গত ১৭ মে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন মালিকরা। কিন্তু এর কোনও প্রতিকার পাননি।

ভবনের মালিক আট জন। তারা সম্পর্কে ভাইবোন। এতদিন ভবনটির সবকিছু দেখভাল করতেন ভাইবোনদের সবচেয়ে বড় আবদুল ওহাব। সম্প্রতি তিনি মারা গেছেন। এরপর থেকে প্রবাসে থাকা তার ভাই শামস আলম দেখভাল করছেন।

তিনি বলেন, ‘বিএনপির আগের সাইনবোর্ডটি ছোট ছিল। এবার ওঠার সময় তারা বড় সাইনবোর্ড লাগিয়েছে। এখানে এই ভবন ভেঙে বহুতল ভবন করা হবে। বাধ্য হয়ে তারা ঘর ভাঙা স্থগিত রেখেছে। তাদের সমস্যার কথা বারবার রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ককে বলা হলেও তিনি কর্ণপাত করছেন না। এর মধ্যে কক্ষ দুটির বকেয়া ভাড়া বেড়ে দুই লাখ ৮৮ হাজার টাকা হয়েছে।’

পুলিশ কমিশনারের কাছে আবেদন সূত্রে জানা গেছে, কক্ষ দুটি ভাড়া নেওয়ার সময় বিএনপির নেতারা ব্যক্তিগত কার্যালয় করার জন্য ভাড়া নিয়েছিলেন। কিন্তু দলীয় কার্যালয় হিসেবে অবৈধ ও জবরদস্তিভাবে ব্যবহার করে আসছে। ফলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগও আনে বাড়ির মালিকপক্ষ। তাদের দাবি, বিএনপির দলীয় কার্যক্রমের কারণে ওই আবাসিক ভবনের অংশীদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আবেদনে আরও বলা হয়, কাবিল ম্যানশনটি ১৯৬৪ সালের তৈরি। ফলে এটি অত্যন্ত পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। সব অংশীদার একমত হয়ে ভবনটি ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণের জন্য একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর বিএনপির দখলে থাকা ভবনের কক্ষ দুটি খালি করার জন্য ডাকযোগে লিখিত নোটিশ পাঠানো হয়। কিন্তু কক্ষ খালি না করায় ডেভেলপার প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হতে অপারগতা প্রকাশ করে।

আবেদনে আরও বলা হয়েছে, চুক্তিপত্রে বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করার শর্ত থাকলেও বিএনপির নেতারা লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন।

মালিকপক্ষ জানায়, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও অন্যদের ঘর দুটি খালি করার জন্য অনেকবার মৌখিকভাবে জানানো হয়েছে। বিএনপির নেতারা কথা দিয়েও ভবন ছাড়েননি। সবসময় বিভিন্ন অজুহাত, টালবাহানা করে কালক্ষেপণ করে আসছেন।

ভবনের অংশীদারেরা জানান, উকিল নোটিশে সাত দিনের মধ্যে বিএনপি নেতাদের বকেয়া পাওনাসহ কক্ষ দুটি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সরকার পরিবর্তনের কিছু দিন আগে বকেয়া ভাড়া না দিয়েই তারা ঘর ছেড়ে দেন। এরপর বাড়ির মালিক তখন নতুন করে বাড়ি নির্মাণের জন্য কাবিল ম্যানশন ভাঙতে শুরু করেন। এর মধ্যে সরকার পরিবর্তন হলে বিএনপির নেতারা আবার এসে ওই ভবনের দুই কক্ষ দখল নেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশাকে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে কল দিলেও রিসিভ করেনি।

তবে তিনি রাজশাহীর স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বাড়ির মালিক আমাদের থাকতে দিয়েছেন, তাই আমরা আছি। যখন বলবেন তখনই বাড়ি ছেড়ে দেবো। আর বকেয়া ভাড়ার বিষয়ে আমি কিছু জানি না।’ রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.