শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২০ am
এম এম মামুন :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোছা. শোভা (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি মারা যান। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয় দিন ধরে শারীরিক দুর্বলতা ও বমি বমি ভাব ছিল শোভার। গত রোববার বিকেলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অত্যন্ত জটিল দেখে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। আর চলতি মৌসুমের ডেঙ্গুতে দ্বিতীয় মৃত্যু। এর আগে গত ২২ সেপ্টেম্বর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা খাতুন নামের আরও গৃহবধূর মৃত্যু হয়। ডেঙ্গুতে প্রাণ হারানো শাকিলার গ্রামের বাড়ি ছিল রাজশাহীর বাগমারা উপজেলায়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, সোমবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৪ জন ডেঙ্গু রোগী। রা/অ