শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৯ am
ডেস্ক রির্পোট :
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাখারগঞ্জ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সদস্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলামসহ অতিথিরা ৪ বিদ্যালয়কে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে প্রদান করেন।
এসময় ভাব বাংলাদেশের পক্ষ থেকে আইইসি উপকরণ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে “এসো সচেতনতা গড়ি, দুর্যোগ মোকাবেলা করি” শিরোনামে ৮০০টি বই প্রদান করা হয়। রা/অ