বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৭ pm
এম এম মামুন :
রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) কোর্ট নিউ সাকসেস স্কুলে সম্মেলনের মাধ্যমে দুই বছর মেয়াদী ৯ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্মেলনে মনিংসান পাবলিক স্কুলের অধ্যক্ষ আলতাফ হোসেনকে সভাপতি ও কেয়ার ওয়াচ আলাউদ্দিনকে সহ-সভাপতি, প্রচেষ্টা শিশু নিকেতন আবুল খায়েরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও রাজশাহী শহরের ক্যামব্রিজ স্কুল ইয়ামিন রাকিবকে যুগ্ন সাধারন সম্পাদক, নিউ সাক্সেস স্কুল রবিউল ইসলাম( নিলয়) অর্থ সচিব, দর্শন পাড়া পাব.ম স্কুল আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক, জেবুননেসা বিদ্যানিকেতনের জেবুননেসাকে মহিলা বিষয়ক সম্পাদক , প্রতিশ্রুতি আইডয়াল স্কুলের গোলাম রাব্বানীকে ক্রীড়া বিসয়ক সম্পাদক, দারুশা আইডিয়াল স্কুল সেলিম রেজাকে দপ্তর সম্পাদক সম্পাদকসহ ৯ সদস্যে বিশিষ্ট কার্যকরী দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ।
সদ্য নির্বাচিত সভাপতি আলতাফ হোসেন বলেন, পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটিকে আগামী ২ বছরের জন্য ৯ সদস্যের কমিটি কার্যকরী অনুমোদন দেওয়া হয়েছে। মেধাবী ও পরিশ্রমীদের দিয়ে কমিটি গঠন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন এ কমিটি কিন্ডারগার্টেন স্কুলগুলোর সার্বিক দেখভাল ও অধিকার আদায়ের প্রতি সোচ্চার হবে। রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন এন্ড স্কুল এসোসিয়েশন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন শাহজামান। রা/অ