সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৭ pm
ডেস্ক রির্পোট :
বিগত আওয়ামী লীগ সরকার সারা দেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল বলে অভিযোগ করেছেন অন্তর্বরর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই কালচার থেকে বেরিয়ে আসতে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, আদালতে আসামির ওপর যেন হামলা না হয়, এজন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না। রা/অ