শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৭ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহী-৪, বাগমারা আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজধানীর আদাবরস্থ নিজ বাসভবন থেকে তাকে রেগ্রফতার করে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ রাজশাহীর একটি দল। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারি পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতার কোঠা আন্দোলনে রাজশাহী-৪, বাগমারা আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও তাহেরপুর পৌর আ.লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, একই আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টুর নেতৃত্বে আ.লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারিরা কয়েকজনকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে। এছাড়া ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে।
এই ঘটনায় রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুসহ ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে এক ব্যবসায়ী বাদি হয়ে বাগমারা থানায় একটি মামলা করেন।
এ মামলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার দেখানো হয়েছে বলে থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো জানান, একই মামলায় এর আগে গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। রা/অ