শনিবর, ০৯ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৯ pm
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর :
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সাবইল গ্রামে ৪ শতাংশ জমির মধ্যে ১ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী ফাহাদ হোসেন এ বিষয়ে নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাহাদ হোসেনের বাবা জীবিত থাকাবস্থায় বিবাদী আবু হাসান কে এক শতাংশ জমি রেজিষ্ট্রি করে দেয়। হাসানের বাবা ২০২২ সালে মারা যাওয়ার পর আবু হাসান বাড়ির ভিতরে এক শতাংশ জমি দখলে নেওয়ার পায়তারা করে। ফাহাদ বিবাদী কে এক শতাংশ জমি রেওয়াজ বদলের প্রস্তাব দেয়। বিবাদী এই প্রস্তাবে রাজি না হয়ে গত বৃহস্পতিবার সাবইল গ্রামের বসত বাড়ির জমি মাপযোগ করিয়া ১ শতাংশ জমি দখলে নিয়ে টিনের বেড়া ও দরজায় তালা লাগিয়ে দখলে নেয়।
ফাহাদ হোসের মা রিক্তা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর বিবাদীরা গত বৃহস্পতিবার বাড়ি ভেঙ্গে ১ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে দরজায় তালা দেয়। আমার বসতবাড়ীতে প্রবেশ করে দরজা ও আলমারি ভেঙ্গে ফেলেছে। আমি এখন প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চায়।
নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। রা/অ