শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৪ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর নন্দনহাটি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাকের একজন এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন। নিহতের নাম মৃন্ময়পদ বর্ম (২৯)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজের ঘাগোয়া গ্রামের বিষ্ণুপদ বর্মের ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, মৃন্ময়পদ বর্ম নওগাঁ হতে মোটরসাইকেল যোগে রাজশাহী অফিসে মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন। পতিমধ্যে মোহনপুর উপজেলার নন্দনহাটি নামক স্থানে পৌঁছালে সামনের চলন্ত অটো গাড়ির আকষ্মিক ভাবে ব্রেক কষে।এসময় মৃন্ময় বর্ম তিনি তার মোটরসাইকেলেও ব্রেক কষে রাস্তার পড়ে যান। এমতবস্থায় পেছনে থাকা দ্রূতগামী ড্রাম ট্রাকের পেছন চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসময় দুর্ঘটনাস্থল হতে মোটরসাইকেলসহ ঘাতক ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-০৮৯৮ জব্দ করা হয়। তবে এঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি শোহেব খাঁন বলেন এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রা/অ