মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:১০ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
রামেক হাসপাতালে ছাত্রকে মারপিট করলো ৩ আনসার সদস্য

রামেক হাসপাতালে ছাত্রকে মারপিট করলো ৩ আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তিন জন আনসার সদস্য মিলে এক কলেজ ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের পাশে মারধর করা হয় ওই ছাত্রকে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, ঘটনার পর উজ্জল হোসেন নামে এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে আরও দুজন আনসার সদস্যের সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। ভুুক্তভোগী শিক্ষার্থীর নাম একলাস আলী। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে।

অভিযোগে একলাস আলী জানিয়েছেন, তার মামা আমিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। গত ২০ জুলাই তার মামাকে ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটারে নিতে হয়। এ জন্য আনসার সদস্যদের কাছে থাকা হাসপাতালের একটি ট্রলি নিয়ে যান। সেদিন নির্ধারিত সময়ের বেশি ট্রলি রাখার কারণ দেখিয়ে একলাসের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। সোমবার আমিরুল ইসলামকে অন্য আরেকটি ওয়ার্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। তাই ওয়ার্ডের নার্সরা একলাসকে ট্রলি আনতে বলেন। তখন একলাস ২০ জুলাই অতিরিক্ত টাকা নেওয়ার কথা নার্সদের জানান। এ সময় যে আনসার সদস্য অতিরিক্ত টাকা নিয়েছেন তার ছবি তুলে আনার পরামর্শ দেন দায়িত্বরত নার্স। দুপুরে একলাস আনসার স্টেশনে গিয়ে ট্রলি আনার সময় অভিযুক্ত আনসার সদস্যের ছবি তুলছিলেন। ছবি তোলার বিষয়টি বুঝতে পেরে আনসার সদস্যরা তাকে ধরেন এবং মোবাইল জব্দ করে ছবি ডিলিট করে ফেলেন।

অভিযোগে বলা হয়, আনসার সদস্যরা একলাসের পরিচয় জানতে চাইলে তিনি ছাত্র বলে জানান। এই পরিচয় জানার পরই আনসার সদস্যরা ছাত্রদের কটাক্ষ করে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। পরে তিনজন আনসার সদস্য তাকে মারধর করেন। অন্য এক সহকারী প্লাটুন কমান্ডার গিয়ে একলাসকে রক্ষা করেন। যদিও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে বলেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহমেদ বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। যে আনসার সদস্য খুবই অ্যাগ্রেসিভ ছিলেন তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনা আনসারের প্লাটুন কমান্ডারকে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আরও দুজন আনসার সদস্যের ব্যাপারে অভিযোগ আছে। আমি বিষয়টির তদন্ত করাবো। আগামীকাল মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করে দেব। তারপর তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.