রবিবর, ১৫ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:১০ am

সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা নগরীতে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাগমারার সাবেক দুই এমপিসহ ৭৩ জনের নামে মামলায় ১ জন গ্রেপ্তার বাগমারায় চাঁদা নিতে এসে সেনা ক্যাম্পের ঝাড়ুদার আটক রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জাওয়াদুল হক ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ও পুলিশ কমিশনার নির্বাচন হলে কাকে ভোট দেবেন, জরিপে এগিয়ে জামায়াত দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজশাহীর শিল্পীরা গাজার ৮০ শতাংশই বাসিন্দা বিশ্বের ক্ষুধার্ত মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তা বাতিল এবার অবস্থান নিয়ে প্রতীকি ক্লাস-পরীক্ষা দিলেন নাসিং শিক্ষার্থীরা ছাত্ররা ব্যস্ত রাষ্ট্র সংস্কারে, আর পতিত গোষ্ঠী দখলদারিতে : চরমোনাই পীর
নির্বাচন ইস্যুতে শনিবার রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক

নির্বাচন ইস্যুতে শনিবার রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক

ডেস্ক রির্পোট :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ শনিবার (৩১ আগস্ট) আবারও বৈঠক করবেন। এদিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পর্যায়ক্রমে এই বৈঠতক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আগামী কতোদিনের মধ্যে ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে’ একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারবে সরকার- সেই বিষয়ে আলোচনা করবে দলগুলো। এই আলোচনার পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে অন্তর্র্বতী সরকার। এরপর নির্বাচন আয়োজনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই বৈঠত হবে। বৈঠকে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি। এর আগে, ৮ আগস্ট ড. ইউনূসের সাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। তখনও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ ছিলো না।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন করবে বলে তাদের জানিয়েছে।

অন্তর্র্বতী সরকারের ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। তার সাথে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, এনডিএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। এরপর ২৯ আগস্ট বিএনপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শনিবার (৩১ আগস্ট) বৈঠকে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ (নূর), লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া), ১২ দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিতে পারে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে- সরকার তাগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে আগামী দু’তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে অন্তর্র্বতীকালীন সরকার। এরপর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তারপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

কয়েকদিন আগে থেকেই দলীয় কর্মসূচিতে অন্তর্র্বতকোলীন সরকারকে সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.