বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৫ pm
আশরাফুল ইসলাম রনজু, ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলাধীন ৭টি ইউপির রুরাল এমপ্লমেন্ট এন্ড রোড মেইনটেন্স কর্মসূচি-৩ (জঊজগচ৩) শীর্ষক প্রকল্পে ৭০ জন দু:স্থ নারী কর্মীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও সঞ্চয়ী অর্থের চেক প্রদান করা হয়। আজ মঙ্গলবার দুপুরের আগে উপজেলা পরিষদ হলরুমে এলজিইডি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় সার্টিফিকেট বিতরণ ও চেক ফেরত প্রদান অনুষ্ঠান।
এসময় উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এলজিইডির রাজশাহী অঞ্চলের তত্ববধায়ক প্রকৌশলী শাহাদত হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ৭০ জন দু:স্থ নারী কর্মীদের জনপ্রতি ১ লাখ ২০ হাজার ৮২৩ টাকার চেক প্রদান ও সার্টিফিকেট তুলে দেন ইউএনও।
তিনি নারী কর্মীদের বলেন, এটা আপনাদের কষ্টার্জিত টাকা। এ টাকা দিয়ে আপনারা এমন কিছু করবেন যাতে করে সংসারে সাচ্ছন্দ্য ফিরে আসে। এসময় ৭০ জন নারী কর্মী ছাড়াও এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। রা/অ