রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৪ am
আশরাফুল ইসলাম রনজু, ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সোহান আলী (২০)। তিনি তানোর উপজেলার ইলামদোহী গ্রামের মৃত সামসুদ্দীনের পুত্র। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউপির ইলামদোহী হাট-বাজারে এক ইউপি মেম্বার ও স্থানীয়দের মারপিটে এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এঘটনায় নিহতের বড় বোন সারমিন আক্তার বাদি হয়ে ১০ জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইলামদোহী বাজারে সাবেক ইউপি সদস্য রফিকুলের মুদি দোকানে চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় রাত ৩টার দিকে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, এঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, মামলার আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও জানান ওসি। রা/অ