বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৭ pm
এম এম মামুন :
রাজশাহীর বাঘা উপজেলায় ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ আগস্ট) দুপুরে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর রাজশাহীর একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তার যুবকেরা হলেন আলাইপুর মধ্যপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩২) ও বারশত দিয়াড় গ্রামের সোহেল রানা ওরফে রানা (৩০)। র্যাব জানায়, এক নারীর অগোচরেই তাঁর বাড়িতে ফেনসিডিল লুকিয়ে রেখেছিলেন সোহেল রানা ও রুবেল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান এবং সেখান থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুই আসামিকেও বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। রা/অ