রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৮ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে বাগমারার বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুল হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিসটির সভাপতি জাহাঙ্গীর আলমকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে স্কুলের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বাইগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্কুল চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন-শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক নাজমুল হক, প্রভাষক হাবিবুর রহমান ও সহকারি অধ্যাপক সাহাবুল হক।
বক্তারা অভিযোগ করেন- প্রধান শিক্ষক মোকবুল হোসেন ও সভাপতি জাহাঙ্গীর আলম রাজনৈতিক প্রভাবখাটিয়ে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটিপতি হয়েছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এদিকে আন্দোলনের মুখে অভিযুক্ত প্রধান শিক্ষক মোকবুল হোসেন স্কুলে না আসায় বিকেলে তালা ঝুলিয়ে দিয়ে তার অফিস কক্ষ বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। রা/অ