শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৪ am
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি(আদিবাসী)দের জানমালের নিরাপত্তা ও বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে এক মানবন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ডে সম্মিলিত আদিবাসী সমাজ ও নাচোল উপজেলা আদিবাসী ছাত্রছাত্রী যুবসমাজের আয়োজনে আদিবাসী নেতা হিংগু মুর্মুর সভাপতিত্বে মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্ট বারের এ্যাডভোকেট প্রভাত টুডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তীর্কি, জেলা মুক্তিমোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (আদিবাসী) একাডেমীর সভাপতি বিধান সিং।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর মনিরুল ইসলাম, নাচোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, আদিবাসী নেতা মন্টু পাহান ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সেক্রেটারী রঞ্জনা বর্মন।
মানবন্ধনে জামায়াত নেতা মনিরুল ইসলাম বলেন, আদিবাসীদের ন্যায্য দাবীর প্রতি তাদের সমর্থন রইলো , আমরা আদিবাসীদের সাথে রয়েছি, তাদের আমরা আলাদা করে দেখি না তারাও মানুষ এটাই বড় পরিচয়।
সেই সাথে তাদের দীর্ঘদিনের প্রথা নেশা তৈরী ও ব্যবহার পরিহার করে জনসাধারণের সাথে আগামীর সোনার বাংলা গড়ার লড়াইয়ে শামিল হতে হবে। রা/অ