সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:১১ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
মোহনপুরে কামিল মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোহনপুরে কামিল মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
মোহনপুরের ধুরইল ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হোদা’র বিরুদ্ধে অবৈধ নিয়োগ, নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে (২৪ আগষ্ট) মোহনপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি করেন ওই প্রতিষ্ঠানের বৈষম্যের শিকার শিক্ষক, অবিভাবক ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

মাদ্রাসার সহকারি মৌলভী এস এম এ রউফ সংবাদ সম্মেলনে আলোচিত অধ্যক্ষ দুরুল হোদার নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত ঐ বক্তব্যে দাবী করেন অধ্যক্ষ দুরুল হোদা রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ডিএস কামিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ। তিনি আগে চাকরি করতেন একটি মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে। পরবর্তীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই অধ্যক্ষ বনে যান। অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়েছেন অবৈধ সম্পদ। ইতোপুর্বে তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছে তারাই হয়রানির শিকার হয়েছে বলেও উল্লেখ করা হয়।

২০২২ সালের ১০ জানুয়ারি দুরুল হোদা’র উপাধ্যক্ষ হতে অধ্যক্ষ পদে পদোন্নতিতে অবৈধ নিয়োগ ও পদোন্নতি এমপিওভুক্তি/এমপিও সংশোধন বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী বরাবর অভিযোগ করেছিলেন অভিভাবক সদস্য মকবুল হোসেন। এতেও সুফল মেলেনি। এছাড়াও সংবাদ সম্মেলনে দুরুল হুদা মাদ্রাসায় যোগদানের পরবর্তী অনিয়ম দুর্নীতির বিষয় তুলে ধরে সাংবাদিকদের কাছে নানা তথ্যাদি উপস্থাপন করা হয়।

লিখিত বক্তব্যে সহকারি মৌলভি শিক্ষক এসএমএ রউফ আরো বলেন, দুরুল হোদা নিজের দুর্নীতিকে ঢাঁকতে ২০১৭ সালের পর আওয়ামীলীগের সাথে হাত মিলিয়ে ক্ষমতার জোরে উপাধ্যক্ষ দুরুল হুদা রাতের আধারে পছন্দের লোক নিয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদ গঠন করে ইচ্ছেমত মাদ্রাসা পরিচালনা করে আসছেন।

দুরুল হুদা উপাধ্যক্ষ পদে প্রায় ২৮ বছর চাকুরীর পর নিজের শিক্ষা সনদে তৃতীয় শ্রেণি থাকা সত্বেও মাদ্রাসা কমিটির সভাপতি মোহনপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে ২০২৩ সালে মাদ্রাসার অধ্যক্ষ অধিষ্ঠিত হন।

অন্যদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পর অধ্যক্ষ দুরুল হুদা ৬ আগষ্ট হতে ১৪ আগষ্ট পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আলোচিত অধ্যক্ষ দুরুল হোদা’র পদত্যাগ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ দুরুল হুদা সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ মিথ্যা। আমার চাকরি প্রায় শেষ দিকে। কিছুই করিনাই শুধুমাত্র শহরে সামান্যটুকু জমি কিনেছি। এ কয়দিন ছুটিতে ছিলাম। বিস্তারিত জানতে চাইলে অফিসে আসুন।

মাদ্রাসার সভাপতি মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা জানান, ছুটি নিয়েছেন কি জানা নাই। ছুটি না নিয়ে থাকলে যথাষত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিভাবক আবদুল মানিক, আবদুল হামিদ, মুরাদ মোল্লা, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল মোল্লা। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র সমাজের রাজশাহী কলেজের শিক্ষার্থী মামুনুর রশীদ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুয়েল রানা, মোহনপুর সরকারি কলেজের শিক্ষার্থী রাফি খান এবং সৌরভ প্রমূখ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.