শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:০৬ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্য নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে নাচোলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নাচোল উপজেলা কমিটি।
শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক নাচোল উপজেলা শাখার আহ্বায়ক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ আশীস কুমার চক্রবর্তী, মাওলানা এনামুল হক, সাবেক কাউন্সিলর মুসা মিয়া, মানবাধিকার নাচোল উপজেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন, নাচোল ডায়াবেটিক সমিতির সেক্রেটারি শহিদুল ইসলাম ও প্রধান শিক্ষক মাইনুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা ৫ আগস্টের পর দেশে ভাঙচুর ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। গত ১৫ বছরের দুর্নীতি দুশাসনে দেশ বিপর্যস্ত। এখান থেকে দেশকে উদ্ধারে সকলকে সহযোগিতা করতে হবে।
তারা অন্তবর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানিয়ে বলেন, আগামী সরকার এদেশের দুর্নীতি দুঃশাসন দূর করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনে কাজ করবে। তাদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে। রা/অ