শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩০ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে আলোচিত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকারের বিরুদ্ধে হাটরা গেদির মোড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (২৩ আগস্ট) ওই গ্রামে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন শেষে হিন্দু সম্প্রদায়সহ সকল স্তরের জনসাধারণের পাশে থাকতে সংহতি প্রকাশ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, সুরঞ্জিত কুমার সরকার দীর্ঘদিন যাবত হিন্দু ধর্মের নাম ভাঙ্গিয়ে উল্টো হিন্দু সম্প্রদায়ের লোকজনের ক্ষতি সাধন করে আসছেন। তার অত্যাচারে অতিষ্ট এলাকার সর্বসাধারণ। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এসে মিথ্যা বক্তব্য প্রচার করে হিন্দু সম্প্রদায়ের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। তিনি বিদেশের কাছে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে এধরণের মিথ্যাচার অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়। এছাড়াও বাড়িতে ভাংচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় সুরঞ্জিত সরকারের পিতা মন্টু সরকারের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
সংবাদ সমম্মেলনে বক্তব্য দেন- শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী বিরেন সেন, শ্রী প্রশান্ত কুমার ও শ্রী কৃষ্ণ কুমারসহ অনেকে।
সম্মেলন শেষে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক আহবায়ক প্রভাষক খুশবর রহমান ও হাটরা গ্রামের বাসিন্দা প্রবাসী ময়েন উদ্দিন প্রমূখ। রা/অ