শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৪ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র ইসমাইল হক (১৫) হত্যা মামলার এক আসামীকে আটক করেছে নাচোল থানা পুলিশ। তিনি উপজেলার পীরপুর সাহানাপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মুরাদ (১৭) বলে পুলিশ নিশ্চিত করে জানিয়েছে।
প্রসঙ্গ, গত ৭ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে পীরপুর গ্রামের মজিদুল হকের ছেলে পীরপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ইসমাইল হককে দূর্বৃত্তরা মাথায় আঘাত ও তার ডান চোখ উপড়িয়ে হত্যা করে পীরপুর হাটের পাশে ফেলে রাখে। পরদিন সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, গত ৭ আগস্ট রাতে স্কুলছাত্র ইসমাইল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত ছিল। নিহত ইসমাইলের হারানো মোবাইল উদ্ধারের ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ইসমাইল হত্যা মামলার সন্দেহভাজন আসামী পীরপুর সাহানাপাড়া গ্রামের মো. সালামের পুত্র মুরাদ (১৭)কে গত ২১ আগস্ট বুধবার রাতে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ওসি জানান, আটককৃত ব্যক্তিকে আজ ২২ আগস্ট বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রা/অ