বুধবা, ০৪ িসেম্র ২০২৪, সময় : ১২:০১ am
এম এম মামুন :
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দড়িখরবোনা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও গাজী টিভির স্টাফ রিপোর্টার ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ ইবনে ওবায়েদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, সিনিয়র সাংবাদিক মাহামুদ জামাল কাদেরী, আজিজুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, আসাদুজ্জামান আসা, হেলেন খান, এনায়েত করিম প্রমুখ। রাজশাহীর সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে হামলায় জড়িতদেত দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। রা/অ