শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৮ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর উপজেলার পিয়ারপুর আদিবাসীপড়ায় আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিকেল ৫টার পর থেকে ভোর রাত পর্যন্ত পিয়ারপুর আদিবাসীপড়ায় বেশ কয়েক দফা হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
শনিবার (১৭ আগস্ট) সকালে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বাঁধা সংলগ্ন পিয়ারপুর আদিবাসী পড়ায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ ৫০ বছর ধরে আদিবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। গত ৫ আগস্ট বিকেল ৫ টার পর প্রথমে দুর্বৃত্তরা আদিবাসী পড়ায় হামলা চালায়। তারপর থেকে ভোর রাত পর্যন্ত বেশ কয়েক দফা হামলা চালিয়ে বাড়ি ভাংচুর লুটপাটের পর আগুন জ্বালিয়ে দেয়। এতে করে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিকেলে প্রথম হামলা পর অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কয়েকটি পরিবার দুর্বৃত্তদের ভয়ে আসতে পারচ্ছেন না। যারা রয়েছেন তারা পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
শ্রী নিপের নামের এক আদিবাসী জানান, পিয়ারপুর আদিবাসী পাড়ায় মোট ২০/২৫টি আদিবাসী পরিবারের বাস। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিকেল ৫ টার থেকে ভোর রাত পর্যন্ত দুর্বৃত্তরা দফায় দাফায় হামলা চালিয়ে ভাংচুর লুটপাটের পর বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
শ্রী নিপেন এর মত কয়েকজন আদিবাসী বলেন, হামলাকারীরা বাড়ি বাড়ি ঢুকে আদিবাসীদের সোনাদানা ও টাকা পয়সা ছাড়াও হাঁস মুরগী ধান-চাল, ভ্যানগাড়ী, থালাবাসনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও পূজা করার একটি মন্দির ভেঙ্গে দেওয়া হয়েছে। এমনকি আদিবাসী নারীদের সাথে খারাপ আচারণও করা হয়েছে। দুর্বৃত্তদের ভয়ে অধিকাংশ নারীরা পাশের নদীতে আশ্রয় নেয়। সেখানে গিয়েও তাদের খারাপ আচারণ করে দুর্বৃত্তরা। আদিবাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমার জানা নেই। বিষটি নিয়ে মোহনপুর থানার ওসির সাথে কথা বলেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পিয়াপুর আদিবাসী পড়ায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রা/অ