শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪০ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বিশালপুর মহল্লায় সিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোন করা হয়েছে। শুক্রবার (১৬আগষ্ট) জুম্মার নামাজ শেষে মুছল্লিদের উপস্থিতে এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র শহিদুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশালপুর জামে মসজিদ হতে কালামের বাড়ি পর্যন্ত ২১০ মিটার সিসি রাস্তা ও ৭০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এডিবি’র অর্থায়নে এর ব্যায় ধরা হয়েছে ১৩ লাখ ৬১ হাজার ১’শ ৯৯ টাকা। এছাড়াও পরিমাপ শেষে কাজের পরিমাণ কম বেশি হলে বরাদ্দকৃত অর্থের বরাদ্দ কিছুটা পরিবর্তনও হতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা।
কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান গণমাধ্যমকর্মীদের জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য এডিবি’র অর্থায়নে রাস্তাটি নির্মান করা হচ্ছে। রাস্তার পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য পাড়ার মধ্যদিয়ে ড্রেনেজ নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর প্যানেল মেয়র সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর হাজি নজরুল ইসলাম গাইন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছাত্তার মণ্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিল নাসিমা আক্তার, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিংকু প্রামানিক, কার্য সহকারী মেসবাউল হক সাগর, লাইসেন্স পরিদর্শক রোকমত জামান টিটু, বিশালপুর গ্রাম্য মাতুব্বর সমসের আলী মন্ডল, আবু বক্কর, ইউনূস মন্ডল, সাবেক ইউপি সদস্য সামাদ মন্ডলসহ আরো অনেকে। রা/অ