শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৭ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
নাটকীয়তায় নিজের বক্তব্যে অনড় সাকিব, বিদায় হলো তার দলের

নাটকীয়তায় নিজের বক্তব্যে অনড় সাকিব, বিদায় হলো তার দলের

ক্রীড়া ডেস্ক :
কানাডার ফ্র্যাঞ্চাইজি আসর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের শেষ দিকে দেখা গেল চরম নাটকীয়তা।

শুধু সুপার ওভারের জন্য দল নামাতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে সাকিবের দল বাংলা টাইগার্সকে। নিজের বক্তব্যে অনড় ছিলেন সাকিব, এর ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ পায় ওয়াকওভার। বিদায় নিশ্চিত হয় সাকিবের দলের।

লিগ পর্বে তৃতীয় হয়ে শেষ করেছিল বাংলা টাইগার্স। আর চতুর্থ হয়েছিল টরন্টো ন্যাশনালস। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। তবে আবহাওয়া অনকূলে না থাকায় একটি বলও মাঠে গড়ায়নি। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় পরের পর্বে বাংলা টাইগার্সের চলে যাওয়ার কথা থাকলেও সুপার ওভার খেলাতে চান ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচ অফিসিয়ালদের প্রস্তাবনা অনুযায়ী সুপার ওভারে যারা জয়ী হবেন তারাই খেলবেন কোয়ালিফায়ারে। প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলা হয়, ম্যাচ হওয়ার জন্য দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাট করতে হয়। সেটি সম্ভব না হলে বা ম্যাচ টাই হলে, সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। তবে এই প্রস্তাব মেনে নেননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান।

কর্তৃপক্ষের দেয়া এই নিয়ম প্রত্যাখ্যান করে সাকিব বলেন, আমার দলের সঙ্গে অন্যায় করা হচ্ছে। প্রতিযোগিতারই নিয়ম অনুযায়ী, লিগের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় আমাদেরই কোয়ালিফায়ারে যাওয়া উচিত। কারণ ম্যাচ বৃষ্টির জন্য শুরুই করা যায়নি। তাই অসম্পূর্ণ থাকার বা টাই হওয়ার প্রশ্ন উঠছে না।

উল্লেখ্য, ম্যাচ রেফারি যখন সাকিবকে বুঝিয়েও সুপার ওভারে খেলাতে রাজি করতে পারেননি তখন উপায় না দেখে টরেন্টোকে ওয়াক ওভার দিয়ে জয়ী ঘোষণা করেন। এর ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় সাকিবের বাংলা টাইগার্স। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.